Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ২:২৪ পিএম

গাজীপুরে লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে গাজীপুর মহ্নগরীর হাড়িনাল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

এ সময় তিনি বলেন, হাড়িনাল বাজারে অভিযানের সময় মৎস অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে মৎস ও পশুখাদ্য ২০১০ আইনে ’হাফসা খাদ্য ভাণ্ডারের’ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে সকালে গাজীপুর শহরের কোনাবাড়ি ও চান্দনা-চৌরাস্তা মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় গাজীপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ