Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পাহাড় কেটে ভবন আ.লীগ নেতাসহ ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৭ পিএম | আপডেট : ৭:৪৫ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২১

পাহাড় কেটে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভবন নির্মাণ করায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরণসহ ৪ জনকে ৭ লাখ ১৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ ক্ষতিপূরণ আরোপ করেন। তিনি জানান, নগরীর খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকায় এ কে খান কোম্পানী ৩৭০ বর্গফুট পাহাড় কেটেছে। এর দায়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নুরউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে শুনানি শেষে ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
একই এলাকার সৈয়দ কুদরত-ই-খোদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা, শাহজাহান হায়দার চৌধুরীকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরণকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। ১ সপ্তাহের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ