বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নবনির্বাচিত মহাপরিচালক ও মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী আজ বুধবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার ইন্তেকালে হাটহাজারীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ছাত্র ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজার সময় পরে জানানো হবে।
আজ বুধবার সকালে মাদরাসায় মজলিসে শুরা সিদ্ধান্ত অনুযায়ী তিনি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্থলাভিষিক্ত হিসেবে মহাপরিচালক নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার এক ঘণ্টা পরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফিরাত কামনা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ : হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, মুফতি আব্দুস সালাম ছিলেন একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদীন। তার ইন্তেকালে দেশবাসী একজন দ্বীনের মহান বুজুর্গ এবং শীর্ষ আলেমেদীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : মরহুম আল্লামা চাটগামীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, সহকারী মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মুফতি আতাউর রহমান খান, ও মাওলানা আবু বকর সরকার। নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, তাঁর ইন্তেকালে বিশ্ববাসী একজন ইসলামিক আইনশাস্ত্রবিদকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন : মরহুমের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এক শোক বার্তায় বলেন, অসংখ্য আলেমের ওস্তাদ আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন উপমহাদেশের শীর্ষ স্থানীয় একজন মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন। তার মৃত্যুতে জাতি আর একজন বিজ্ঞ আলেমকে হারালো। তার মত বিজ্ঞ আলেমের শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি
মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, ভক্ত, গুনগ্রাহী ও অসংখ্য ছাত্রবৃন্দের প্রতি সমবেদনা জানান। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা : বিদগ্ধ আলেম মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি আল্লামা মুফতি রুহুল আমীন। আজ এক শোকবার্তায় তিনি বলেন, মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ছিলেন একজন বহুমুখী মুহাক্কেক আলেম। যে কোন বিষয়ে তাঁর তাহকিক ছিল অতুলনীয়। যে কোন ধরনের কঠিন কঠিন মাসলা খুব সহজেই সমাধান দিতেন। হাদিসের তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। তাঁর ইন্তেকালে আমি একজন অভিভাবক হারালাম আর জাতি একজন বিদগ্ধ আলেমকে হারালো। তাঁর এ শূণ্যতা কখনোই পুরণ হবার নয়। তিনি তার রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান। ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি মাওলানা আব্দুর রকীব ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করীম একযুক্ত বিবৃতিতে মরহুম আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন। জমিয়াতুল মোদার্রেছীন বৃহত্তর ফরিদপুর অঞ্চল : মরহুম মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন জমিয়াতুল মোদার্রেছন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সভাপতি ভাঙ্গার ঐতিহ্যবাহী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু ইউসুফ মৃধা। খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন : তাঁর ইন্তেকালে আরো গভীর শোক ও সমবেদনা জানিযয়ছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ: মরহুমের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বলেছেন মুফতি আব্দুস সালাম চাটগামী একজন বিদগ্ধ আলেম হিসেবে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।এমন একজন উঁচু মাপের আলেমে দ্বীনকে হারিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষত কওমি অঙ্গন শোকে মুহ্যমান। জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শাইখ যিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী আজ এক যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও দরজা বুলন্দী কামনা করেন। মরহুমের ইন্তেকালে আরো যেসব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন তারা হচ্ছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লা, বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক, ছদর ছাহেব রহ.- এর পৌত্র মুফতি উসামা আমীন, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।