মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুল দখলের পর থেকে বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের দখলিত পাঞ্জশিরের কেন্দ্রে প্রবেশ করেছে তালেবান। তবে তাদের বাহিনীর সাথে এখনও লড়াই চলছে বলে জানাচ্ছে তালেবান।
তালেবানের মুখপাত্র বিলাল করিমি গতকাল টুইটারে বলেন, প্রাদেশিক রাজধানী বাজারক সংলগ্ন রুখার পুলিশ সদর দপ্তর এবং জেলা সদরের পতন হয়েছে এবং বিপুল সংখ্যক বন্দী এবং গাড়ি, অস্ত্র ও গোলাবারুদ দখলসহ বহু সংখ্যক প্রতিরোধ যোদ্ধা হতাহতের শিকার হয়েছে। তিনি বলেন, বাজারকে লড়াই চলছে। তালিবানদের বিভিন্ন টুইটার অ্যাকাউন্টে এ দাবির প্রতিধ্বনিত হয়েছে।
ইতালীয় সহায়তা সংস্থা ইমার্জেন্সি গত শনিবার বলেছে যে, তালেবান যোদ্ধারা পাঞ্জশির উপত্যকার মধ্যে আনাবা জেলায় পরিচালিত ট্রমা হাসপাতালে পৌঁছেছে।
তালেবান কর্মকর্তারা বলেন যে, এর আগে তাদের বাহিনী পাঞ্জশিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করেছিল, কিন্তু কয়েক দিন ধরে যুদ্ধ চলছে, উভয় পক্ষই বলছে যে এতে প্রচুর সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র : রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।