Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনর্গঠন নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তালেবানের কাতার দফতরের উপপ্রধান শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই আফগানিস্তানের পুনর্গঠনসহ আরো কিছু বিষয়ে আলাপ—আলোচনার জন্য দোহায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালেবান মুখপাত্র সুহাইল শাহিন শনিবার এক টুইটার বার্তায় ছবিসহ এই সাক্ষাতের খবর প্রচার করেন। বার্তায় তিনি লিখেছেন, “শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই একটি প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।” সাক্ষাতে যেসব বিষয়ে আলোচনা হয় সেসবের মধ্যে ছিল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন, মানবিক ত্রাণ তৎপরতা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক স্থাপন, আফগানিস্তানের পুনর্গঠন এবং দু’দেশের সীমান্তবর্তী জনগণের অবাধ যাতায়াতের সুযোগ সৃষ্টি করা। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর পাকিস্তান অভিমুখে আফগান শরণার্থীদের ঢল নামে। ইসলামাবাদ এসব শরণার্থীকে অবাধে পাকিস্তানে প্রবেশের সুযোগ দিচ্ছে না। বিষয়টি নিয়ে দু’দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তালেবানের একটি সূত্র রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী তুরখাম স্থলবন্দরে আফগান শরণার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এর ফলে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ