বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পরকীয়ায় প্রেমের বাধা দেওয়ায় কারণে এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ছুরিকাঘাতে মারাত্নক আহত হয়ে কলেজ শিক্ষক বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের মলশী গ্রামে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মলশী গ্রামের মৃত শুকুর আলীর পুত্র ধামরাইয়ের রাজাপুর আনোয়ারা খান গালর্স কলেজের শিক্ষক মো: শাহিনুর ইসলাম (৩২) শুক্রবার রাতে স্থানীয় মফেস পীর সাহেবের বাড়িতে ওরসের সিন্নী খাওয়ার পর বাড়ি যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সামাদের পুত্র মো: সাদ্দাম (২৮) রাস্তায় গতিরোধ করে ছুরি দিয়ে কলেজ শিক্ষক শাহিনুরের পেটে ও বুকে বেশ কয়েকটি আঘাত করে ও গলা জবাই করার চেষ্টা করে। ছুরি আঘাতে শাহিনুর রাস্তার পাশে পানির ডোবায় পরে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে গিয়ে তাদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহিনুরের আবস্থা বেগতি দেখে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ঘটনায় শতাধিক গ্রামবাসী সাদ্দামের বাড়ি ঘেরাও করে। অবস্থার গতিবেগ দেখে সাদ্দামের পরিবার ৯৯৯ এ ফোন করে ডাকাত আক্রমন করেছে বলে পুলিশের সহযোগীতা চায়। সাটুরিয়া থানার পুলিশ সে সময় সাদ্দামের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও সাদ্দাম ঘরের ভিতর থাকার পরেও দরজা না খুলায় তাকে আটক করতে পারে নি।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত সাদ্দামের সাথে স্থানীয় এক গৃহবধুর বেশ কয়েক মাস যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চলছে। এ সম্পর্কের বাধা মনে করে কলেজ শিক্ষক শাহিনুরের উপর এর আগেও একবার হামলা করেছিল সাদ্দাম। শুক্রবার রাতেও তারই সূত্রধরে শাহিনুরকে জবাই করে হত্যার চেষ্টা চালায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম জানায়, ছুরিকাঘাতে কলেজ শিক্ষককে হত্যার চেষ্টার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।