বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখানে শাকিল (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১২ টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত শিশু শাকিল দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেহের আলী মুন্সি বাড়ির আল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। প্রায়ই সে শিশু শাকিলকে মারধর করতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ আলামিনের ঘরে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে মা রুনু বেগমের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে। পাশেই শিশু শাকিলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। স্থানীয়রা শিশুটিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা রুনু বেগম ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, শুক্রবার(২২ এপ্রিল) সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।