Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে গৃহবধুর গলা কেটে হত্যার চেষ্টা

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিপা আক্তার(২৪) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টা করে থানায় এসে খবর দেয় মাসুদ(২০) নামে এক বখাটে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত গৃহবধুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গৃহবধু রিপা আক্তার বাসায় কাজ করার সময় বখাটে মাসুদ ঘরে প্রবেশ করে মুখ চেপে মেঝেতে ফেলে রিপার গলায় চাকু চালায়। এ সময় রিপা আক্তার বাঁচার জন্য জোর জবরদস্তি করলে বখাটে মাসুদ ডান হাতের কব্জিতেও চাকু দিয়ে পোচ দিয়ে জখম করে। ঘটনা ঘটিয়ে বখাটে মাসুদ গফরগাঁও থানায় এসে গৃহবধুকে জবাই করে হত্যা করেছে বলে পুলিশকে জানায়। পরে মাসুদকে আটক করে এসআই আহসান হাবিব ও এসআই নূর শাহিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, মাসুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যার চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ