মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহ্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের দ্রুততর পদক্ষেপে তাকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল একই রকমের আরেকটি ঘটনার মুখোমুখি হয়েছিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সুরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, ওয়ান ওয়াশিংটন মসের কাছে ফিফথ অ্যাভিনিউ এবং কনস্টিটিউশন অ্যাভিনিউয়ের মোড়ে এলিপসে এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যান ওই ব্যক্তি। যদিও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। লসঅ্যাঞ্জেলসভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড এ ঘটনার ভিডিও প্রচার করেছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কী কারণে তিনি এই কাজ করলেন, তা এখন এখনও স্পষ্ট নয়। এর আগে গত ১২ এপ্রিল হোয়াইট হাউসের গেটের সামনে হুইল চেয়ারের মতো দেখতে একটি ইলেকট্রিক স্কুটারে চেপে একজন তার জ্যাকেটে আগুন ধরিয়েছিল। ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।