বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার হোগলপাতি গ্রামে সোমবার রাতে পারিবারিক কলহে তাছলিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাছলিমা বেগম ওই গ্রামের নূরুল হক ঘরামীর স্ত্রী।
এ ঘটনায় আহত তাছলিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে তার ভাসুর সামসুল হক ঘরামীসহ ৩ জন নামীয় এবং অজ্ঞাত ৩ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শামসুল হক ঘরামী হোগলপাতি গ্রামের মৃত মুজাহার ঘরামীর ছেলে।
গৃহবধূ তাছলিমার মেয়ে মহিমা জানান, তার বড় চাচা সামসুল হক ঘরামী সাথে তাদের পারিবারিক দ্বন্ধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় সোমবার রাত আটটার দিকে মা বাড়িতে একা থাকার সুযোগে চাচা শামসু ঘরামী, চাচাতো ভাই ফয়সাল ঘরামী ও মিরাজ ঘরামীসহ একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্রসহ তার মায়ের ওপর হামলা চালিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। এসময় তারা তার গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা চালায়। তাছলিমা চিৎকার করলে সন্ত্রাসীরা তার গলার চেইন, একটি কানের দুল ও ঘরে থাকা ৭০ হাজার ৫শ টাকা নিয়ে যায়। আহত তাসলিমা বেগম মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।