মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিগ বস ১৩—এর বিজয়ী টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা নেই। গতকাল বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অভিনেতার। মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে বলিউড ও টিভি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে যা জানা গেছে, গত বুধবার রাতে কোনও ওষুধ খেয়ে ঘুমাতে যান অভিনেতা। সকালে আর তার ঘুম ভাঙেনি। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সিদ্ধার্থের মৃত্যু সংবাদ টুইট করেছেন গায়ক আরমান মালিকও। তিনি লিখেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না এই খবরটা। এটা সত্যি সিদ্ধার্থ আর নেই! না, এটা হতে পারে না।’
আরও এক জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য টুইটে লেখেন, ‘কেমন অসাড় হয়ে গেলাম। কেন সিড? এত তাড়াতাড়ি কেন! তোমার আত্মা যেন শান্তি পায় আমার বন্ধু।’
শুধুমাত্র টেলিভিশন সিরিয়ালও নয়, হ্যান্ডসাম এই অভিনেতাকে বেশ কয়েকটি হিন্দি ছবিতেও দেখা গেছে। তাকে শেষ দেখা গিয়েছিল একতা কাপুরের শো ’ব্রোকেন বাট বিউটিফুল ৩’ শোতে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।