Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আলি গনিকে বিয়ের বিষয়ে জেসমিন ভাসিন : আমরা তো এখনও বাচ্চা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

‘বিগ বস’ হাউসে থাকা থেকেই জেসমিন ভাসিন আর আলি গনির অন্তরঙ্গতার কথা সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। তাদের রোমান্স অব্যাহত আছে, এখন তারা তাদের বিয়ের বিষয়টি তাদের পরিবারের কাছে তুলে ধরবেন এমন অবস্থা। কয়েকদিন আগে তারা একটি মিউজিক ভিডিওর শুটে অংশগ্রহণ করার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এসময় তাদের বিয়ের পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হয় স্বাভাবিকভাবেই। তাৎক্ষণিকভাবে জেসমিন বলেন, ‘আরে ইয়ার, আমাদের তো এখন খেলাধুলা করার বয়স।’ আরেকজন চেপে ধরলে তিনি বলেন , ‘আমরা তো এখনও বাচ্চা!’ ‘খাতরোঁ কে খিলাড়ি ৯’-এ অংশগ্রহণের সময় আলি আর জেসমিনের অন্তরঙ্গতা হয়। সেই থেকে তারা মেলামেশা করছেন এমন গুজব চলছে, তবে তারা এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলে চালিয়ে এসেছেন। এর পর জেসমিন ‘বিগ বস ১৪’তে যোগ দিলে তারা ও অন্যরা উপলব্ধি করে তাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে বেশী। রিয়েলিটি শো থেকে বেরিয়ে যাবার পর জেসমিন জানান এই অনুষ্ঠান থেকে তার পাওয়া হল ভাললাগা আর ভালবাসা। বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে ‘দিল সে দিল তাক’ অভিনেতা আলি জানান সময় হলেই সব জানা যাবে। জেসমিন বলেন: “এটা তো ঘটবেই, তবে এটা বড় একটি সিদ্ধান্ত, আলির কাজ শেষ হলে আমরা বসে আলোচনা করব। আমাদের পরিবার দুটিকেও এক করব এবং যা ভাল সে সিদ্ধান্ত নেব।’ জেসলি নামে খ্যাত এই জুটি টোনি কাক্কারের ‘তেরা স্যুট’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে পারফর্ম করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিগ বস

৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ