Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস ১৪’ হাউসে যোগ দিচ্ছেন রাজনীতিক-অভিনেত্রী সোনালি ফোগাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

একসময়ের অভিনেত্রী আর বর্তমানে রাজনীতিক সোনালি ফোগাত ’বিগ বস ১৪’ হাউসের সর্বশেষ অংশগ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই বিতর্কিত রিয়েলিটি শো’র অংশগ্রহণকারী হিসেবে তিনি প্রচুর বিনোদন ও পজিটিভিটির প্রতিশ্রুতি দিয়েছেন। “আমি দীর্ঘদিন ধরেই ‘বিগ বস’ অনুষ্ঠানের বড় ভক্ত। এই অনুষ্ঠানটির আয়তন বিশাল। আমি এমন অনেক মানুষকে জানি যারা এটি উপাসনার মত দেখেন। আমি জীবনে-এক-বার-পাওয়া এমন সুযোগ আমি কী করে নষ্ট করব?” সোনালি বলেন; সোনালি বিজেপির অন্তর্গত মহিলা মোর্চার জাতীয় পর্যায়ের ভাইস প্রেসিডেন্ট। “আমি এই সিজনের প্রায় সবগুলো পর্বই দেখেছি। আর এখন আমি অংশগ্রহণকারী হয়ে গেছি, সব অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি যতটা রোমাঞ্চিত ততটাই নার্ভাস। আমার অংশগ্রহণ কেমন হবে জানি না। তবে দর্শকদের আমি পুরো বিনোদন আর পজিটিভিটির প্রতিশ্রুতি দিতে পারি,” সোনালি বলেন। সোনালি তার শোবিজ ক্যারিয়ারে পাঞ্জাবি এবং হরিয়ানবি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। এছাড়া তিনি ‘আম্মা : এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’ সিরিয়ালে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ