Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস ১৩’ অংশগ্রহণকারীদের ‘বেকার’ বলে তোপের মুখে পায়েল রোহাতগি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আমিশা পাটেল, কোয়েনা মিত্র, রেশমি দেসাই আর সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে বিরূপ মন্তব্য করেই থেমে থাকেননি অভিনেত্রী পায়েল রোহাতগি এবার তিনি ‘বিগ বস ১৩’র ১৩ জন হাউসমেটকেই বেকার বলে মন্তব্য করেছেন। মজার ব্যাপার হল তিনি নিজেই এই রিয়েলিটি শোতে একসময় অংশ নিয়েছিলেন। কিন্তু এবারের প্রতিযোগিতার সব প্রতিযোগীকে ঢালাওভাবে তিনি বেকার বলে মন্তব্য করেছেন। তিনি টুইট করেছেন : “রাম রাম জি। আমিশা পাটেল, কোয়েনা মিত্র, রেশমি দেসাই, সিদ্ধার্থ শুক্লা আর আবু মালিকের মত সব অভিনয়শিল্পীরাই বেকার তাই তারা ‘বিগ বস ১৩’তে যোগ দিয়েছেন অর্থের জন্য। অন্যদের কথা বলা অপ্রাসঙ্গিক কারণ তারা কোনও সম্মানী ছাড়াই যোগ দিয়েছে খ্যাতির জন্য। আমিও বেকার থাকাকালে ‘বিগ বস’ করেছিলাম।” সোশাল মিডিয়া তার এই মন্তব্য সহজে নেয়নি। একজন লিখেছেন : “তিনি নির্বোধ।” আরেকজন লিখেছেন : “তখন নয় আপনি এখনও বেকার।” আরেকজন টুইট করেছেন : “আপনি বেকার ছিলেন বলে ‘বিগ বস’এ যোগ দিয়েছিলেন, তার মান এই নয় যে সবাই বেকার হয়ে এখানে আসে। আপনি কত না নির্বোধ।” পায়েল ‘বিগ বস’-এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়েছিলেন। রাহুল মহাজনের সঙ্গে রোমান্সের জন্য তিনি সে সময় আলোচনায় ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ