Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ভক্তদের ‘বিগ বস ১৪’ নিয়ে বিবাদ না করার পরামর্শ নিকি তাম্বোলির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ভারতীয় টিভি দর্শকরা মনে হচ্ছে ‘বিগ বস ১৪’কে এখনও তাদের মন থেকে সরাতে পারছে না। তারা সোশাল মিডিয়াতে এখনও বিতর্কিত এই রিয়েলিটি শো নিয়ে আলোচনা আর বিবাদ চালিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে একটি বিষয় হল নিকি তাম্বোলি। অভিনেত্রী নিকি তাম্বোলি ছিলেন রিয়েলিটি শোটির অন্যতম আলোচিত হাউসমেট বার প্রতিযোগী। তার সঙ্গে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মাখামাখি আর জেসমিন ভাসিনের সঙ্গে বিবাদ ছিল শো চলাকালীন আলোচনার জনপ্রিয় বিষয়। এই বিষয়টি সামাজিক মাধ্যমে এখনও বহাল আছে। একজন বিনোদন কর্মী সবসময় আলোচনায় থাকতে চায় তবে নিকি তাম্বোলি ‘বিগ বস ১৪’ দিয়ে আলোচনায় থাকতে চান না আর তার ভক্তরাও এই বিষয়টি ভুলে যাক তা চান তিনি। তিনি তার ভক্তদের ‘বিগ বস ১৪’ নিয়ে আর বিবাদ না করার পরামর্শ দিয়েছেন, বলেছেন এসব ভুলে যেতে কারণ রোমাঞ্চকর কিছু উপহার দিতে যাচ্ছেন তিনি অচিরেই। “প্রিয় ভক্তরা, আমি জানাতে চাই ‘বিগ বস ১৪’ শেষ হয়ে গেছে। সুতরাং সেটি ভুলে গিয়ে ভাল কিছু ভাবুন। জানি ভক্তরা আমাকে ভালবাসে। আমি তাদের অনুরোধ করছি ‘বিগ বস ১৪’ নিয়ে আর বিবাদ করবেন না। চলুন এগিয়ে যাই আমি আপনাদের অচিরেই রোমাঞ্চকর একটি ঘোষণা দেব, আপনাদের ভালবাসি,” নিকি ইনস্টাগ্রামে লিখেছেন। নিকি ইনস্টাগ্রামে ভক্তদের জন্য কিছু উপভোগ্য নাচের ভিডিও পোস্ট করে থাকেন। তিনি জানিয়েছেন স¤প্রতি তিনি বাসা বদলেছেন। সামনে তাকে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে এতে তার সঙ্গে পারফর্ম করেছেন আরাধ্য মান। চন্ডীগড়ে ভিডিওটির শুট হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিগ বস

৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ