Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পদ্মানদীতে ডুবে শিশুর মৃত্যু!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ২:২১ পিএম

নাটোরের লালপুর উপজেলার মোমিনপুরে পদ্মানদীর পানিতে ডুবে সোহাগ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সোহাগ একই গ্রামের মাসুদ রানা ছেলে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর পদ্মানদী থেকে শিশু সোহাগের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয়সূত্রে জানাগেছে, ‘গতকাল বুধবার বিকালে বাড়ির পাশে শিশুদের সাথে খেলতে বের হয় সোহাগ। সন্ধ্যা হয়ে গেলেও সোহাগ বাড়িতে না ফিরলে পরিবারের সবাই সোহাগ কে খুঁজতে বের হয় এক পর্র্যায়ে মাইকিং করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মোমিনপুরে পদ্মানদীতে সোহাগ কে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে দ্রুত পানি থেকে উদ্ধার করে দেখা যায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’
শিশু সোহাগের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতাম চলছে।
লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ