মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ চলাকালে ব্রিটিশ মিলিটারির পক্ষে কাজ করা আফগানরা যুক্তরাজ্যে স্থায়ী হতে পারবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রথমে আফগানদের পাঁচ বছর বসবাসের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিল যুক্তরাজ্য। এখন সারাজীবনের জন্য স্থায়ীভাবে বসবাস করতে দেওয়ার কথা জানানো হলো। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’। গত ১৩ আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাজ্য আফগানিস্তান থেকে আট হাজারের বেশি আফগানকে সরিয়ে এনেছে। ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগের কয়েকদিনে দেশের বড় বড় শহরের দখল নিশ্চিত করে সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে এখনও যেসব যুক্তরাজ্যের নাগরিক ও সহযোগী আফগান আফগানিস্তানে আটকা পড়ে আছেন তাদের ফিরিয়ে আনতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সাথে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। কাতারের দোহায় এ আলোচনা চলছে। তবে ঠিক আরও কতজন ব্রিটিশ ও আফগান সহযোগী আফগানিস্তানে রয়ে গেছে তার সংখ্যা জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। তবে তা দেড়শ থেকে আড়াইশ এবং তাদের পরিবারের সদস্যরা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।