Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুযোগ হারাতে চান না মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। কিন্তু একটিতেও জয়ের মুখ দেখেনি লাল-সবুজ জার্সিধারীরা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন! একে তো নিউজিল্যান্ডের এই দলটা অনভিজ্ঞ। এর ওপর অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাই কিউইদের বিপক্ষে ভালো সুযোগ দেখছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
কিউইদের বিপক্ষে নিজেদের প্রমান করতে চান মাহমুদউল্লাহ, ‘এটা খুব ভালো সুযোগ। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। সব সময় বলি, ঘরের মাঠে আমরা খুব ভালো দল। সেটা প্রমাণ করার তাগিদ আমাদেরও আছে। ইনশাআল্লাহ সেই চেষ্টাই করবো।’
তাই বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে চান না তিনি। প্রসেসগুলো ঠিক রেখে নিজেদের সেরাটা দিয়েই ম্যাচ জিততে চান, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, নিজেকে ফেভারিট ভাবতেও পারেন। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেলে নেতিবাচক প্রভাব পড়ে। এই ফরম্যাটে নির্দিষ্ট কন্ডিশনে উইকেট বিশ্লেষণসহ ভালো ক্রিকেট খেলার উদ্দীপনা থাকা দরকার। সেগুলো নিশ্চিত করে ইতিবাচক মানসিকতা নিয়ে খেললে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে।’
কীভাবে নিজেদের পক্ষে রেজাল্ট আনা সম্ভব, সে বিষয়টিও তুলে ধরেছেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, প্রথম বল থেকেই ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং ইতিবাচক মানসিকতা, সেটা অস্ট্রেলিয়া সিরিজেই ছিল। যেহেতু জিম্বাবুয়ে সিরিজে, অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলেছি। সেটার ধারাবাহিকতা থাকা উচিত এবং সেভাবেই চিন্তা করা উচিত। তাহলে আমাদের জন্য ভালো ফল পাওয়া সম্ভব হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে গেলে ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে। যারা সিরিজ খেলার আগে হোমওয়ার্কটা খুব ভালোভাবেই করে আসে, ‘আমার মনে হয় ওরা খুব ভালো একটা দল। যারা খুব ভালো হোমওয়ার্ক করে এবং খুব ডিসিপ্লিনড। ওরা যে প্ল্যান করে, সেই প্ল্যানেই সব সময় টিকে থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে আমাদের ভালো খেলতে হলে শৃঙ্খলভাবে ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। মিরপুরের উইকেটের কন্ডিশনে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও একই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। সেই প্রত্যাশার চাপ সামলানো নিয়ে তিনি বলেছেন, ‘প্রত্যাশা সব সময়ই থাকবে। প্রত্যাশার জায়গা এভাবেই তৈরি হয়েছে। যখন আমরা হোম কন্ডিশনে খেলি, যে কোন দলের সঙ্গেই ভেরি মাচ কম্পিটিটিভ। আমরা চেষ্টা করি, কন্ডিশন ব্যবহার করে নিজেদের পক্ষে ফলাফলটা আনতে। এখন প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। ওইভাবে চিন্তা করলে আমাদের জন্য সহজ হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ