Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহমুদউল্লাহর পাশে আশরাফুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফর্মের তুঙ্গে থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে রিয়াদের কৌশলী সিদ্ধান্তের প্রশংসা করেছেন এই ক্রিকেটার।
দীর্ঘ ১৭ মাস পর টেস্ট খেলার সুযোগ পাওয়া রিয়াদ হারারে টেস্টে বাংলাদেশকে এনে দিয়েছেন পরম আকাক্সিক্ষত জয়। তবে ব্যাট হাতে আরও একবার নিজের জাত চেনানোর ম্যাচ দিয়েই বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে। অনেকেই মনে করছেন, ১৬ মাস দলের বাইরে থাকার জবাব হিসেবেই এমন কঠিন সিদ্ধান্ত রিয়াদের। তবে আশরাফুলের দাবি, রিয়াদ কোনো ভুল সিদ্ধান্ত নেননি, ‘রিয়াদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেখলাম বিসিবি সভাপতি বলেছেন- “তুমি দেশে এসে অবসর নাও, আরেকটা ম্যাচ আয়োজন করি। ”আরেকটা ম্যাচে যে সে দুই ইনিংসে জিরো করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল তফাৎ থাকবে।’
ক্রিকেট ইতিহাসে রিয়াদই একমাত্র ক্রিকেটার, যিনি অভিষেক টেস্টে বল হাতে ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন, আর বিদায়ী টেস্টে হাঁকিয়েছেন দেড়শ। আশরাফুলের মতে, ফর্ম এরকম তুঙ্গে থাকাকালেই বিদায় বলা উচিৎ, ‘বাংলাদেশে যতদিন ক্রিকেট থাকবে ততদিন তার নাম থাকবে- এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি অভিষেকে ৫ উইকেট পেয়েছেন বিদায়ী ম্যাচে ১৫০ করে অপরাজিত ছিলেন। তার সিদ্ধান্ত সঠিক। ওর জায়গায় থাকলেও আমি এভাবে চিন্তা করতাম।’
টেস্ট দল থেকে বাদ পড়ার পর লাল বলে আহামরি কিছু না করেও রিয়াদ যে ফের দলে ফিরেছেন, এজন্য রিয়াদকে ভাগ্যবান বলে আখ্যায়িত করেছেন আশরাফুল, ‘আমি তো বলব রিয়াদ ভাগ্যবান ক্রিকেটার। কারণ ১৭ মাস পর খেলায় ফেরার আগে ও এমন কিছু করেনি টেস্টে ফেরার মত। লঙ্গার ভার্শনে ৪-৫টি সেঞ্চুরি করেনি। সে অভিজ্ঞ, বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু ইঞ্জুরি সমস্যা থাকায় দলের ১৮তম খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ