Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষায় রাখলেন মাহমুদউল্লাহ

অবসরের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

এ কি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ? জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় শেষ মুহ‚র্তে দলে ডাকা হয়েছিল অভিজ্ঞ এ ক্রিকেটারকে। ১৮ মাস পরে টেস্ট দলে ফিরেছিলেন তিনি।
এটা ছিল তার ৫০তম টেস্ট। সেটাকে স্মরণীয় করে রেখেছিলেন প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে। গতপরশু তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরেই আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা জানিয়েও দেন বিসিবিকে।
এরপরেই জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো দেশের শীর্ষস্থানীয় এক সংবাদপ্রত্রের বরাত দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘আমাকে সরাসরি কিছু জানানো হয়নি। কিন্তু দলের একজন ফোন করে আমাকে জানায় যে ও (মাহমুদউল্লাহ) আর টেস্ট খেলবে না। ড্রেসিংরুমেও সে কথা বলেছে। এটা চ‚ড়ান্ত অপেশাদারিত্ব, কারণ ম্যাচ এখনও শেষ হয়নি। মনে হচ্ছে আবেগে ভেসে গিয়ে ও এই কাজ করেছে। কিন্তু এতে দলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এটা একেবারেই অগ্রহণযোগ্য।’
বিসিবি সভাপতির দাবি, জিম্বাবুয়ে সফরের আগে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন যে তিনি দেশের হয়ে সব ধরনের ফরম্যাটে খেলতে রাজি। কিন্তু আচমকা তার এই মন পরিবর্তনের কারণ কী, তা জানতে চায় বিসিবি। নাজমুল বলেছেন, ‘আমি ওকে দু’বার আমার বাড়িতে ডেকে কথা বলেছিলাম। ও বলেছিল বাংলাদেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে রাজি। তাহলে রাতারাতি এই সিদ্ধান্ত কেন?’



 

Show all comments
  • কামাল রাহী ১১ জুলাই, ২০২১, ৩:৩২ এএম says : 0
    সম্মান নিয়ে অবসরে যাওয়াই ভালো
    Total Reply(0) Reply
  • গোলাম কাদের ১১ জুলাই, ২০২১, ৩:৩২ এএম says : 0
    ওয়ানডে আর টি টুয়েন্টি তো খেলবেন।
    Total Reply(0) Reply
  • রুহান ১১ জুলাই, ২০২১, ৩:৩৩ এএম says : 0
    বিষয়টি আসলেই কেমন জানি লাগছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ