মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রকিায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের বহুবিধ রূপান্তর রয়েছে। তবে এখনও নির্ণয় করা সম্ভব হয়নি যে, এই ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক অথবা রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে তা কিভাবে কাজ করে বা আদৌ রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে কিনা। নতুন এই ভ্যারিয়েন্ট সি.১.২ নামে প্রথম শনাক্ত হয় মে মাসে। কিন্তু এখন তা দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ প্রদেশে বিস্তার ঘটেছে। এ ছাড়া আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং ওসেনিয়ার সাতটি দেশে এর বিস্তার ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টটির বহুবিধ রূপান্তরের কারণে অন্য ভ্যারিয়েন্টের মতো অধিক মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। একই সঙ্গে এন্টিবডিকে কমিয়ে দেয়। তবে বিজ্ঞানীরা এখনও এর আচরণ সম্পর্কে নিশ্চিত হননি। কিভাবে এই ভ্যারিয়েন্ট এন্টিবডিকে নিষ্ক্রিয় করে দেয় তা স্থির করার জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে। এখানে উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায়ই এর আগে প্রথম শনাক্ত হয় বেটা ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে চারটি ভ্যারিয়েন্টকে ‘কনসার্ন’ হিসেবে অভিহিত করেছে, তার মধ্যে এটি অন্যতম। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।