মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ সোমবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে ড্রোন হামলায় ৬ শিশুসহ নয়জন নিহত হয়েছে জানিয়ে বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের ওই হামলাকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।
সিজিটিএনকে এক লিখিত প্রতিক্রিয়ায় তালেবানের এই মুখপাত্র বলেছেন, ‘আফগানিস্তানে যদি কোনও ধরনের সম্ভাব্য হুমকি থাকে, তাহলে নির্বিচার হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হত্যার আগে হুমকির ব্যাপারে আমাদের জানানো উচিত ছিল।’
পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার আগে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসআইএস-কে) এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
ইসলামিক স্টেট খোরাসান আফগানিস্তানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় অনুসারী। আইএসআইএস-কে পশ্চিমা এবং তালেবানদের শত্রু হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, রোববারের ড্রোন হামলার ঘটনায় বেসামরিক হতাহত হয়েছে কি-না সে বিষয়ে জানতে তারা তদন্ত শুরু করেছেন।
শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্রের একই ধরনের ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের দুই সদস্যের প্রাণহানির ঘটনারও নিন্দা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, শনিবারের হামলায় দুই নারী এবং এক শিশুও আহত হয়েছেন। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।