Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোরে করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:১৩ পিএম

যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আজ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা। দুই জনের ১ জন রেড জোনে ও ১ জন ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে যশোর সদরের ১ জন ও বাঘারপাড়ার ১ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনের ১ জন পুরুষ এবং ১ জন মহিলা। বর্তমানে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ৫৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৪ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু কমেছে।
যশোরে গত ২৪ ঘন্টায় ১৫ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১১ জন। এদিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৩৯ জন এবং ইয়েলো জোনে ১৯ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ৭ জন এবং এইচ ডি ইউতে ৩ জন। এছাড়া ভারত থেকে আসা করোনা আক্রান্ত ৬ জন রোগী যশোর জনতা হাসপাতালে রয়েছে।
যশোরে গত ২৪ ঘন্টায় ১৯১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮০ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ২১ হাজার ৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৮০ জন।
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে যশোর সদরের ৬ জন, অভয়নগর ৩ জন, ঝিকরগাছা ২ জন, চৌগাছা ১ জন ও মনিরামপুরে ১ জন।
শনিবার (২৮ আগষ্ট) যশোর সিভিল সার্জন জনাব ডা: রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ