Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক স্বীকৃতি আশা করছে তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

তালেবান আফগানিস্তানে তাদের ‘বৈধ প্রতিনিধিত্বকারী’ শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের আশা করছে। তালেবানের যুক্তি হলো—ক‚টনৈতিক সম্পৃক্ততা বৈশ্বিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং এতে কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে ভোগান্তি, তা লাঘব হবে। ইসলামপন্থি গোষ্ঠীটির সাংস্কৃতিক কমিশনের একজন জ্যেষ্ঠ সদস্য গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে এ কথা বলেন। তালেবানের সাংস্কৃতিক কমিশনের জ্যেষ্ঠ সদস্য আবদুল কাহার বলখি বলেন, আফগানিস্তানের সব পক্ষের সঙ্গে কথা বলে ‘অর্ন্তভুক্তিমূলক ইসলামি সরকার’ গঠনের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল, তার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে। আবদুল কাহার বলখি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি বিশ্বের কাছে সমঝোতার একটি অনন্য সুযোগ রয়েছে। এবং কেবল আমাদের মোকাবিলা করার চ্যালেঞ্জের জন্য একত্রিত হওয়া নয়, বরং সমগ্র মানবজাতি এবং বৈশ্বিক নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এবং আমাদের সমগ্র জনগণকে বাদ বা উপেক্ষা করে এগুলো অর্জন করা যাবে না।’ আবদুল কাহার বলখি বলেন, ‘আমরা আশা করি—বিশ্বের দেশগুলো আফগান জনগণের বৈধ প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে আমাদের স্বীকৃতি দেবে। এই প্রতিনিধি সরকার অনেক প্রতিক‚লতা সত্তে¡ও দীর্ঘ সংগ্রাম এবং বিপুল ত্যাগের বিনিময়ে সমগ্র জাতির সমর্থন নিয়ে বিদেশি দখলদারিত্ব থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জন করেছে।’ আফগানিস্তানে ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য কোনো প্রতিরোধের মুখোমুখি না হয়ে দেশটির রাজধানী কাবুলে প্রবেশ এবং দেশটির ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ পরে এসব কথা বললেন আবদুল কাহার বলখি। তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন, যখন সমালোচকেরা জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তালেবানের সা¤প্রতিক প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে—তালেবান আল-কায়েদাসহ অন্যান্য চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। জাতিসংঘের কর্মকর্তারা তাঁদের প্রতিবেদনে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় দ্রুত বিচারে মৃত্যুদন্ড কার্যকর এবং নারীদের ওপর নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেছেন। ভিওএ।



 

Show all comments
  • কে এম আরিফুল ইসলাম ২৬ আগস্ট, ২০২১, ৯:২৭ এএম says : 0
    ঈমানদাররা একমাত্র আল্লাহর কাছেই স্বীকৃতি কামনা করে, মহান আল্লাহর সাহায্যই যথেষ্ট।
    Total Reply(0) Reply
  • মনিরুজ্জামান ২৬ আগস্ট, ২০২১, ৯:২৯ এএম says : 0
    আশা করি অতিদ্রুত সবাই স্বীকৃতি দিবে
    Total Reply(0) Reply
  • রকিবুল ইসলাম ২৬ আগস্ট, ২০২১, ৯:৩০ এএম says : 0
    মুসলীম দেশগুলোর উচিত দ্রুত আফগানদের পাশে দাঁড়ানো
    Total Reply(0) Reply
  • সোলায়মান ২৬ আগস্ট, ২০২১, ৯:৩২ এএম says : 0
    আমরা আশা করি—বিশ্বের দেশগুলো আফগান জনগণের বৈধ প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে তালেবানদের স্বীকৃতি দেবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ