প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রচলিত সঙ্গীতধারার বাইরে গিয়ে সঙ্গীতশিল্পী আসিফ আকবর দুটি ভিন্ন ধারার গান গেয়েছেন। একটি গানের শিরোনাম ‘হে প্রভু’ এবং অন্যটি ‘গুনাহগার’। ‘হে প্রভু’ গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর সঙ্গীত করেছেন ব্রিটিশ মিউজিক কম্পোজার রাজা ক্যাশেফ। গানটি একটি প্রার্থনা সঙ্গীত। অন্যদিকে, ‘গুনাহগার’ গানটি লিখেছেন এন আই বুলবুল এবং সুর ও সঙ্গীত করেছেন রোহান রাজ। গান দুটি নিয়ে আসিফ বলেন, ‘কবির বকুল ভাই সেরা গীতিকবিদের একজন। তিনি তার নিজের নামের প্রতি সুনাম রেখে ‘হে প্রভু’ গানটি লিখেছেন। রাজা ক্যাশেফ সবসময়ই মেলোডি গান তৈরী করেন। এবারই প্রথম তিনি আমার জন্য প্রার্থনা সঙ্গীত তৈরী করেছেন। আমার বিশ^াস গানটি দ্রুতই শ্রোতাদের কানে পৌঁছে যাবে। আর ‘গুনাহগার’ অন্যরকম একটি গান। দীর্ঘদিন পর একটু ভিন্নঘরানার গান গাইলাম। এন আই বুলবুল ও রোহান রাজের সঙ্গে আমার প্রথম কাজ করা। এই গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। আসিফ জানান, দু’টি গানেরই মিউজিক ভিডিওর কাজ দ্রুত শেষ করে ইউটিউবে প্রকাশ করা হবে। এ দুটি গান ছাড়াও আসিফ মুহাম্মদ মিলনের সুরে আহমেদ রিজভী’র কথায় নতুন আরো একটি গানে কন্ঠ দিয়েছেন। সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। নিজের চ্যানেল আর্ব এন্টাটেইনম্যান্ট’র জন্য তরুন মুন্সীর লেখা ও সুর সঙ্গীতেও গান গেয়েছেন আসিফ আকবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।