মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানরা তাদের কাজের জন্য জবাবদিহি করবে এবং তারা দলের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ এবং নির্যাতনের প্রতিবেদনগুলো তদন্ত করবে বলে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান কর্মকর্তা শনিবার রয়টার্সকে একথা জানান। তিনি বলেছেন যে, এই গ্রুপটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তান শাসনের জন্য একটি নতুন মডেল প্রস্তুত করার পরিকল্পনা করেছে।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা কিছু বেসামরিক নাগরিকের বিরুদ্ধে অত্যাচার ও অপরাধের ঘটনা শুনেছি। যদি তালিবরা (সদস্যরা) এই আইন-শৃঙ্খলা সমস্যা ঘটাচ্ছে, তাদের তদন্ত করা হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এ আতঙ্ক, চাপ এবং উদ্বেগগুলো বুঝতে পারি। মানুষ মনে করে, আমরা জবাবদিহি করব না, কিন্তু তা হবে না।’ কাবুল বিমান বন্দরে বিশৃঙ্খলা এবং হতাহতের ঘটনার সমালোচনা করে কর্মকর্তাটি বলেন, ‘কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা, পালিয়ে যাওয়ার জন্য মরিয়া হাজার হাজার মানুষের দায় তালেবানদের ছিল না। পশ্চিমা দেশগুলোর লোক সরিয়ে নেওয়ার আরো ভালো পরিকল্পনা থাকতে পারত।’
তালেবান কর্মকর্তা জানিয়েছেন যে, দেশ পরিচালনার জন্য নতুন কাঠামো পশ্চিমাদের অনুসরণ করা গণতন্ত্র হবে না, কিন্তু এটি প্রত্যেকের অধিকার রক্ষা করবে। তিনি বলেন, ‘তালেবানের আইনী, ধর্মীয় এবং পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞরা আগামী কয়েক স্পাহরে মধ্যে নতুন শাসন কাঠামো উপস্থাপনের লক্ষ্য নিয়েছেন।’ তবে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা বারাদার কাবুলে এসেছেন বলে দেশীয় গণমাধ্যমগুলোর দাবির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা। সূত্র : ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।