মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীর সংকট সমাধানে তালেবানের সাহায্য চেয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনের নেতা সৈয়দ সালাউদ্দিন। যদিও কাশ্মীর নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে আগেই জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। -আনন্দবাজার পত্রিকা
খবরে বলা হয়, তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি অডিও বার্তা দিয়েছেন সালাউদ্দিন। তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরও শক্তিশালী করেন। তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে।’ সংবাদমাধ্যমটি বলছে, কাবুলে তালেবান নেতারা যা-ই বলুন, কাশ্মীরি এ নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দিল্লির বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাতে কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুশিয়ারি দিয়েছিল তালেবান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।