মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াইয়ের মুখে আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ থেকে নিজ নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে করে ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন বলে নয়াদিল্লী জানিয়েছে।
দেশটির কর্মকর্তারা আরো জানান, আফগান নিরাপত্তা বাহিনী এবং অগ্রসরমান তালেবানদের মধ্যে ভয়াবহ লড়াই চলতে থাকায় আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফ থেকে নিজ নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে ভারত।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইসলামপন্থী তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর, পশ্চিম এবং দক্ষিণে সাম্প্রতিক দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে লক্ষ লক্ষ ডলার বিনিয়োগকারী ভারত এখন তার সমস্ত কনস্যুলেট বন্ধ করে দিয়েছে, কেবল কাবুলে দূতাবাস চালু রেখেছে।
নয়াদিল্লীর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে বর্তমানে প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। যে ভারতীয় নাগরিকরা বিমানের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরতে চান, তাদেরকে মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে নিজের বিস্তারিত তথ্য, পুরো নাম এবং পাসপোর্ট নম্বর অবিলম্বে জমা দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
তালেবান একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, তারা মাজার-ই-শরিফের চারপাশেই আক্রমণ শুরু করেছে। তারা ইতোমধ্যে এই শহরের পশ্চিমের শেবারঘান এবং কুন্দুজ ও পূর্বের তালোকান শহরের দখল নিয়েছে।
এর আগে, গত মাসে কান্দাহারে আফগান বাহিনী এবং তালেবান যোদ্ধাদের তীব্র লড়াই শুরু হওয়ায় সেখানকার কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা কর্মকর্তাকে ফিরিয়ে নেয় ভারত। গত সোমবার তালেবান বলেছে, তারা এখন মাজার-ই-শরিফ দখলের দিকে নজর দিয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শহর মাজার-ই-শরিফ। ওই অঞ্চল নিয়ন্ত্রণ করার জন্য এই শহরটিকে অন্যতম প্রবেশদ্বার হিসেবে মনে করা হয়। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।