মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও আসীন হয়েছে তালেবান। এমতাবস্থায় যেকোনো ঝুঁকি এড়াতে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে হাইকমিশনার ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় জানান, বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীরা অবিলম্বে ভারতে ফিরে আসবেন।
এদিকে, আফগানিস্তান থেকে কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উড্ডয়ন শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমা একজন নিরাপত্তা কর্মকর্তা। কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বর্তমানে কাবুল বিমানবন্দরের মূল দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিশৃঙ্খলার কারণে গতকাল তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তবে এখন আবার চালু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।