Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

আফগানিস্তানকে নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কারণ, আফগানিস্তানে মোটা টাকার বিনিয়োগ নিয়েও চিন্তায় রয়েছে ভারত। এই পরিস্থিতিতে কাবুল দখলের পরই ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবানরা। এই প্রসঙ্গে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সাহাই সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। পাকিস্তানের ট্রানজিট রুটের মাধ্যমে আমদানি করে থাকি। এই মুহ‚র্তে পাকিস্তানের দিকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবানরা। ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের আমদানি বন্ধ হয়ে গিয়েছে...আরও কিছু পণ্য রফতানি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ ট্রান্সপোর্ট করিডর দিয়ে হয়, সেগুলো ঠিক রয়েছে। সাহাই আরও বলেছেন, ২০২১ সালে আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ ৮৩৫ মিলিয়ন ডলার। আমদানির পরিমাণ ৫১০ মিলিয়ন ডলার। পাশাপাশি আমরা আফগানিস্তানে ৩ বিলিয়ন ডলার বিনিয়োজ করেছি। উল্লেখ্য, আফগানিস্তান পরিস্থিতির জেরে জম্মুতে ড্রাই ফ্রুটসের দাম রাতারাতি বেড়ে গিয়েছে। আফগানিস্তান থেকে জম্মুতে ড্রাই ফ্রুটস আমদানি করা হয়। ফের তালেবান রাজের জেরে ড্রাই ফ্রুটস আমদানি ধাক্কা খেয়েছে। আর তার জেরেই জম্মুতে দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের। এই প্রসঙ্গে জম্মুতে ড্রাই ফ্রুটস রিটেলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জ্যোতি গুপ্তা সংবাদসংস্থাকে বলেছেন, ১০ দিনের মধ্যে কেজি প্রতি আড়াইশো টাকা দাম বেড়েছে। এই পরিস্থিতিতে আমরা অসহায়। তিনি আরও জানান, অতিমারি পরিস্থিতি ও উৎসবের মওশুমের জন্য ড্রাই ফ্রুটসের চাহিদা তুঙ্গে এখন। উল্লেখ্য, ভারতের সঙ্গে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আফগানিস্তানে মোটা টাকার বিনিয়োগও করেছে ভারত। আফগানিস্তান দখলের পর তালিবানরা আশ্বাস দিয়ে জানায় যে, ভারতের সঙ্গে আফগান সরকারের যেমন সুসম্পর্ক ছিল, ভারত চাইলে সেই সম্পর্ক বজায় থাকবে। টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড।

 



 

Show all comments
  • Harunur Rashid ২০ আগস্ট, ২০২১, ১১:০৩ এএম says : 0
    Hope Bangladesh will do the same as soon as current regime end its rule.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ