Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১১:৫৫ এএম | আপডেট : ১:০১ পিএম, ১৮ আগস্ট, ২০২১

রাজধানীর কচুক্ষেতে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৮টায় এজে ফ্যাশনের প্রায় ৪০০ শ্রমিক সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

পোশাক শ্রমিকরা বলেন, ঈদের আগে চারদিনের ওভার টাইমের টাকা বকেয়া ছিল। মালিকপক্ষ বলেছিল ঈদের পর কাজে যোগ দিলে পাওনা টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা তাদেরকে দেওয়া হয়নি। এজন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, বকেয়া মজুরির বিষয়টি সমাধানে পোশাক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মালিকপক্ষ ও স্থানীয় প্রশাসন।



 

Show all comments
  • Anwar+Hossain ১৮ আগস্ট, ২০২১, ১২:১৮ পিএম says : 0
    কচুক্ষেতে কেন ওরা সড়ক অবরোধ করতে গেলো ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ