Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কাবুল থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার হিড়িক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১:০৭ পিএম | আপডেট : ৩:৫৪ পিএম, ১৪ আগস্ট, ২০২১

আফগানিস্তানে ধারণার চেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে তালেবান। দখল করে নিচ্ছে একের পর এক প্রাদেশিক রাজধানী। আফগানিস্তানের প্রায় ৮০ শতাংশ এলাকা দখলকারী তালেবানগোষ্ঠী ক্রমশ রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে। কট্টর ইসলামপন্থি এই গোষ্ঠীর অভিযানের প্রেক্ষিতে কাবুল থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের একাধিক দেশ।

আফগানিস্তানে অবস্থানরত নাগরিক ও মার্কিন দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে শনিবারই তিন হাজার সেনা সদস্যদের একটি দল কাবুলের কারজাই বিমানবন্দরে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন, রোববারের মধ্যে আরও সেনা সদস্য আফগানিস্তানে পৌঁছাবেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ৬০০ টি ট্রুপ পাঠাবে দেশটি। পাশাপাশি দূতাবাসের কর্মীদের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আফগানিস্তানে অবস্থানরত নাগরিক ও দূতাবাসকর্মীদের ফেরত আনতে সৈন্যদল পাঠানোর ঘোষণা দিয়েছে।
ডেনমার্ক ও নরওয়ে ইতোমধ্যে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতেও তৎপরতা শুরু করেছে এ দুই দেশ।
শুক্রবার সকালে কান্দাহার ও লস্কর গাহ দখল করার পর তালেবান এদিন বিকেলে ঘোর প্রদেশের রাজধানী ফিরুজ কোহ, উরুজগানের রাজধানী টেরেনকোট, লোগারের রাজধানী পুল-ই-আলম ও বাদঘিসের রাজধানী কালা-ই নাও দখল করে নিয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে তালেবানের সদস্যরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আগে যে অনুমান করেছিলেন; সেটি ভুল প্রমাণিত হতে চলেছে। মার্কিন ওই নিরাপত্তা সূত্র বলেছে, মার্কিন গোয়েন্দাদের ধারণার আগেই কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার হুমকি রয়েছে।
মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কোথাও কোথাও লড়াই ছাড়াই তালেবানের কাছে পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করছে সরকারি বাহিনী। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ