Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন: ৩জনকে লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৫:০৯ পিএম

সাতক্ষীরার শ্যামনগরের কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, পাইকগাছার সোলাইমান সরদারের ছেলে বিলাল সরদার, সাহাদত ফকিরের ছেলে মেসলা ফকির ও শুকুর মোড়লের ছেলে হাবিবুর।
এর আগে দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স ইউনিয়ন ভূমি কর্মকর্তার সহযোগিতায় ড্রেজার মেশিন ও কার্গোসহ তাদের আটক করে।

বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, জরিমানা দিয়ে তারা এ যাত্রায় রেহাই পেয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ