Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় খুলনায় ৫ ফার্মেসিকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ২:৫৪ পিএম

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ফার্মেসিগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আহ বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানে ৫ টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন ওষুধ বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর খালিশপুরের মেসার্স এসবি ফার্মেসীকে ৫ হাজার টাকা, মুজগুন্নীর মেসার্স জাহান মেডিসিনকে ৩ হাজার টাকা, মেসার্স মা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ক্রিসেট মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মুজগুন্নীর মেসার্স মেডিকো সাপ্লাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ