বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন থেকে ৫০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। বুধবার (১১ আগস্ট) সকালে র্যাব-৮ এর ভোলার দায়িত্বপ্রাপ্ত এডিশনাল এসপি মোঃ রাজিব ফারহান বিষয়টি জানান।
আটকরা হলেন- ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ দুলাল (৩০) ও চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আলী গাও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মোঃ হেলাল তালুকদার (৩৫)।
এডিশনাল এসপি মোঃ রাজিব ফারহান জানান, মঙ্গলবার রাত ১২টায় র্যাব-৮ এর গোয়েন্দা বিভাগের একটি দল চরফ্যাশন থানার আসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ আসছিল। আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।