বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার হটস্পট কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জন প্রাণ হারালেন। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত ছিলেন আর ১ জনের করোনার উপসর্গ ছিলো। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.৬১ শতাংশ।
নতুন শনাক্ত রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১১ জন, কুমারখালী উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ৩০ জন, ভেড়ামারা উপজেলায় ২৩ জন, মিরপুর উপজেলায় ১৩ জন এবং খোকসা উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৬২৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২৬২৮ জন। আর এখনও পর্যন্ত মারা গেছেন ৬৪৮ জন রোগী। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ১৯৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫৮ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।