Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেহরান রোবটিক সার্জন রফতানি করবে জাকার্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। রোববার তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির। দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোবটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে সঙ্গে চুক্তি করা। এ বিষয়ে ইরানের সিনা রোবটিক কোম্পানি এবং ইন্দোনেশিয়ার ইন্দো ফার্মার মধ্যে চুক্তি হয়। ইরানে তৈরি এই রোবট সার্জনের নাম দেয়া হয়েছে সিনা। ইন্দোনেশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার আওতায় দেশটিতে রোবটিক সার্জারির জন্য দুটি কেন্দ্র নির্মাণ করবে ইরান। ২০১৫ সালের জুন মাসে ইরান সর্বপ্রথম রোবটিক সার্জন উন্মোচন করেন। আমেরিকার পর ইরান হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যারা সফলতার সঙ্গে রোবটিক টেলিসার্জারি ব্যবহার করছে। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ