চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্রঃ মিরাজের আগে কি নামাজ পড়া হতো?
উঃ হাঁ. ঐ সময় নামাজ ছিল সূর্যোদয়ের আগে একবার এবং সূর্যাস্তের পরে আর একবার। তখন মুসাফিরের জন্যে দুই রাকাত আর মুকীমের জন্যে চার রাকাত করে নামাজ আদায়ের নির্দেশ ছিল। (সীরাতে ইবনে হিশাম)
প্রঃ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর তা কমিয়ে পাঁচ ওয়াক্তে আনার পিছনে হিকমত কি?
উঃ মিরাজের সময় প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নাযাম ফরজ করা হয়েছিল। এরপর ঐ পঞ্চাশ থেকে পাঁচ পাঁচ করে কমিয়ে সবশেষে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদিয়ার জন্যে ফয়জ করা হয়। আর এরূপ করার পিছনে এক সুমহান তাৎপর্য নিহিত আছে। মানুষ যেন সর্বদা এ কথাটি স্মরণ রাখে যে. মূলত নামাজ পঞ্চাশ ওয়াক্তই নির্ধারিত ছিল; এবং আল্লাহ তায়ালা মানুষকে পঞ্চাশ ওয়াক্ত নামাজেরই যোগ্য মনে করেছিলেন। মানুষের উচিত নিজের শক্তি-সাহস ও সময় ব্যয় করে পূর্ণ আন্তরিকতার সাথে উক্ত ইবাদতকে যথাযথভাবে আদায় করা। এর বৈশিষ্ট্য, সৌন্দর্য ও শর্তসমূহ অক্ষুণœ রেখে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে ঐ পঞ্চাশ ওয়াক্তের সওয়াবই পাওয়া যাবে। যে ব্যক্তি এ কথাগুলি সর্বদা স্মরণ রাখবে, তার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ কখনো বেশি, কঠিন বা ভারী মনে হবে না। (আরকানে আরবা’আহ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।