Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ সপ্তাহের মধ্যেই সক্ষম ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, মাত্র ১০ সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম হবে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার এ তথ্য জানিয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির মুখ্য উপাদান সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে ইরানের কাছে। তবে দেশটির কাছে বর্তমানে কোনো পারমাণবিক ওয়্যারহেড নেই। তবে এই পরিস্থিতি দ্রুতই পাল্টে যেতে পারে। বিশেষ করে ‘তেহরানের কসাই’ নামে পশ্চিমাদের কাছে পরিচিত ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই সম্ভাবনা আরও বেশি। অবশ্য আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করতে রাইসি কূটনৈতিক ভাষা ব্যবহার করছেন। এরপরও ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদার এবং ইসরাইলের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়াবেন তিনি। রাইসি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের (ইরান) ক্ষমতা এই অঞ্চলে নিরাপত্তা বয়ে আনবে। আধিপত্যবাদী ও স্বেচ্ছাচারী শাসকদের হুমকি মোকাবিলা করবে ইরান। বৈদেশিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে ইরান তার বৈধ অধিকার থেকে পিছু হটবে না।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসী বাহিনী এবং দেশটি ১০ সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র জড়ো করতে পারে। ডেইলি স্টার ইউকে।

 



 

Show all comments
  • Moin Uddin. ৮ আগস্ট, ২০২১, ৩:৩২ পিএম says : 0
    Alhamdulillah. We pray for Iran that Allah might give strength to make a nuclear weapon.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ