মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুক্রবার কোনো লড়াই ছাড়াই নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখলের ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগানও দখলে নিল তালেবান। শনিবার প্রদেশটির ডেপুটি গভর্নর কাদের মালিয়া এ তথ্য জানিয়েছেন। এর ফলে গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবানরা। ডেপুটি গভর্নর কাদের মালিয়া বলেন, বিমানবন্দর থেকে পিছু হটেছে সরকারিবাহিনী ও কর্মকর্তারা।
এ শহরে কুখ্যাত যুদ্ধবাজ রশিদ দোস্তামের বাস। এ সপ্তাহেই তিনি তুরস্কে চিকিৎসা শেষে আফগানিস্তান ফিরেছেন। মে মাসে হামলা জোরদার করার পর থেকে আফগানিস্তানের বিশাল গ্রামীণ এলাকার দখল নিয়েছে তালেবানরা। বিদেশি ও মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হওয়ার সময়ে এসব অভিযান চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।
শুক্রবার কোনো লড়াই ছাড়াই নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী শহর এটি।
বেশ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে দোস্তামের এক উপদেষ্টা নিশ্চিত করেছেন, তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।