মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্ক-গ্রীসের পর এবার ইরানের ফার্স প্রদেশে ভয়াবহ দাবানলের খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। দেশটির সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে তুর্কি গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে। ফার্স প্রদেশের ফিরুজাবাদ জেলায় স্থানীয় সময় সোমবার ভোরে দাবানলে তাদের মৃত্যু হয়।
দাবানল নিয়ন্ত্রণে ইরানের দমকল বাহিনীর সঙ্গে অন্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীরাও কাজ করছেন।
মঙ্গলবার আরও কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকর্মীরা এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইরানের অন্যান্য শহর থেকে দমকল বাহিনীর লোকজন ফার্স প্রদেশে ছড়িয়ে পড়া দাবারল নেভানোর কাজ করে যাচ্ছেন। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।