Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৯:০১ এএম

নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া নয়ারহাট নেজামী হামজা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মো. ইয়াসিন (১৯) নামে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় ওই এলাকার দামুরবাড়িতে একটি ব্যাচেলর ভাড়ায় বাসার টেবিলের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট পলাতক রয়েছেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ইয়াসিন দামুরবাড়িতে একটি বাসায় ব্যাচেলর হিসেবে কয়েকজনের সঙ্গে ভাড়ায় থাকতেন। বাসার টেবিলের নিচে থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, টেবিলের নিচে বৈদ্যুতিক সুইচ বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ