দেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে
করোনা। আর এই কারণে প্রতিদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এদিকে
করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায়
করোনা ও উপসর্গ নিয়ে ১৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২ আগস্ট) প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায়
করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে । সেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বগুড়ায়
করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।
এরপরই ময়মনসিংহ ২৩, রাজশাহী ১৫, সাতক্ষীরায় ৫, চট্টগ্রাম ১১ খুলনায় ৬, কিশোরগঞ্জ ৫, পঞ্চগড় ১, দিনাজপুর ৫, চুয়াডাঙ্গায় ৪, ঠাকুরগাঁও ৩, কুষ্টিয়া ৯, কুমিল্লা ৯, যশোর ৪, সিলেট ১৪, ফরিদপুর ৬, টাঙ্গাইল ৪, ঝিনাইদহে ৩ ও চাঁদপুরে ৮ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম
করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী
করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ
করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।