Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আফগনিস্তানে এবার পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলের সরকারি কর্মকর্তা ও দেশটির এমপিরা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আফগনিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে তালেবান অবস্থানে ব্যাপক বোমাবর্ষণ করেছে একটি মার্কিন বি-৫২ বিমান। হেরাত শহরের বাইরের এলাকায় গত শুক্রবার মার্কিন এ বোমারু বিমান থেকে হামলা চালানো হয়। সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাদেশিক আইনপ্রণেতা হাবিবুর রহমান জানান, তালেবান অগ্রাভিযান বন্ধ করতে আফগান সরকারের অনুরোধে হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে বিমান হামলা চালাচ্ছে। তবে হামলায় হতাহতের কোনো তথ্য দিতে পারেনি তিনি। ২০ বছর অবস্থানের পর মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকে গত মাসে তালেবানদের হামলা জোরদার হয়। আরব নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ