Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার হাওরে পৃথক স্থানে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৭:০৫ পিএম

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় রবিবার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।


স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) দুপুরের দিকে বাড়ীতে খেলা করছিল। শিশুটির মা সোমা রানী জানান, বেলা সাড়ে ১২টার দিকে শ্রীয়সীকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করে। বেলা ১টার দিকে বাড়ীর সামনে পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার পরিবারের লোকজন দ্রæত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) সকাল ১১টার দিকে বাড়ীতে খেলা করার সময় বাড়ীর সামনে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশু তরিকুলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ