মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা দিতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত পাড়ি দিচ্ছে বলে যে খবর সামনে এসেছে তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস-এর নিউজ আওয়ার অনুষ্ঠানে উপস্থাপক জুডি উডোর্ফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা চরম বাজে কথা।’ প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে পাকিস্তানকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অভ্যন্তরে কোনও সামরিক ঘাঁটি স্থাপন করে গোয়েন্দা কার্যক্রম বা সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে দেবে না। ইমরান খান বলেন, ‘আমাদের সীমানায় আর কোনও যুদ্ধ করার, আমাদের দেশে সন্ত্রাস করার সক্ষমতা আমাদের নেই।’ তিনি বলেন, ‘পাকিস্তানের যোগ দেওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে দেশজুড়ে আত্মঘাতী হামলা হয়েছে। ব্যবসা ধসে গেছে, পর্যটন ধসে গেছে। সে কারণে আমরা আর কোনও সংঘাতের অংশ হতে চাই না।’ আফগানিস্তানের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানই তালেবানদের চাপ দিয়েছে বলে দাবি করেন ইমরান খান। তিনি দাবি করেন, আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকারই দেশটির জন্য সবচেয়ে ভালো সমাধান। ইমরান খান বলেন, এটাই সবচেয়ে ভালো উপায়। আর কোনও উপায় নেই। কারণ, সামরিক সমাধান ব্যর্থ হয়েছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।