Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৬১ জন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৫:৩১ পিএম

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১৭ জন। এদের মধ্যে ৭ জন করোনায় বাকী ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৩৬৯ জন। মৃতের হার ২.১৩ ভাগ।

মৃতদের মধ্যে ৮ জন ফরিদপুর, ৬ জন রাজবাড়ী, ২ জন মাদারীপুর ও ১ জন মাগুড়া জেলার বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফরিদপুর সিভিল সার্জন সিদ্দিকুর রহমাান জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৩ জন। আক্রান্তের হার ২৪.৬৬ ভাগ। সুস্থ্য হয়েছে ১৩ হাজার ৪১৭ জন। সুস্থ্যের হার ৭৭.৭২ ভাগ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৮.৯৭ ভাগ। হাসপাতালে ভর্তি ২৮৩ জন। মোট হোম আইসোলেশসে আছে ৩১৭০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ