Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪০ হাজার টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ২:৫১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার কারণে দুইটি মাছ ধরা ট্রলারের মাছ জব্দ করা হয়েছে। এসময় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করেছে ৬হাজার নয়শ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সামুদ্রিক মৎস্য আইনে বৃহস্পতিবার রাত ১০টার সময় আলীপুর মৎস্য বন্দরে এ জরিমানা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে আসার পর এলমা আক্তার-২ এর মালিক আবুল হোসেন কাজীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার ট্রলারে প্রায় ৭০কেজি ইলিশ মাছ পাওয়া যায়। অপর একটি পরিত্যাক্ত ট্রলারে প্রায় ৫০কেজি মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছ নিলামে ৬ হাজার নয়শ টাকায় বিক্রি করে সরকরি কোষাগারে জমা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ