Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানকে যুদ্ধবিরতির আহবান ১৫ দেশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১১ এএম

১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং কাবুলের ন্যাটো প্রতিনিধিরা তালেবানকে যুদ্ধবিরতির আহবান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। দোহায় আফগান সরকারের সাথে তাদের উচ্চ পর্যায়ের আরেকটি শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি এসেছে। আল-জাজিরা জানিয়েছে, আফগান নেতাদের এক সিনিয়র প্রতিনিধি কাতারের রাজধানীতে দুই দিন ধরে তালেবানের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন। এরপর রবিবার তালেবান যে বিবৃতি দিয়েছে, সেখানে সংঘাত বন্ধ করার কোনো কথা উল্লেখ করা হয়নি। ১৫টি মিশন এবং ন্যাটো প্রতিনিধিরা তাদের বিবৃতিতে বলেছেন, ‘এখন ঈদুল আজহা, কল্যাণের জন্য তালেবানের অস্ত্র ছাড়া উচিত। শান্তি প্রক্রিয়ায় তাদের প্রতিশ্রুতি পৃথিবীকে দেখানোর সময় এখন।’ যৌথ বিবৃতি সমর্থন করা দেশগুলো হল: অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইউরোপিয়ন ইউনিয়নের প্রতিনিধি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সিনিয়র প্রতিনিধি। বিবৃতিতে তালেবানকে অভিযুক্ত করে বলা হয়েছে, ‘তালেবানের সহিংসতা সমঝোতার পথে সরাসরি বিরোধী আচরণের সামিল।’ ‘এর ফলে নিরপরাধ আফগানদের প্রাণ যাচ্ছে। তাদের বাড়িঘর শেষ হয়ে যাচ্ছে।’ আল-জাজিরা।



 

Show all comments
  • Md.Ehtasham ২০ জুলাই, ২০২১, ১২:৩৭ এএম says : 0
    মার্কিনীরা কেন আফগানিস্তানে,ইরাকে দুই ঈদের দিনেও নিষ্পাপ মানুষ হত্যা করেছিল?
    Total Reply(0) Reply
  • Md.Ehtasham ২০ জুলাই, ২০২১, ১২:৩৮ এএম says : 0
    মার্কিনীরা কেন আফগানিস্তানে,ইরাকে দুই ঈদের দিনেও নিষ্পাপ মানুষ হত্যা করেছিল?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ