নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আর মাত্র দিন পাঁচেক বাকি আছে ২০২০ অলিম্পিকের। অথচ এবারের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে এতটা অনিশ্চয়তা নিকট অতীতে কোনো অলিম্পিক আয়োজনে কি দেখা গিয়েছিল? অলিম্পিক আয়োজন নিয়ে কোনো শহরের মানুষ এতটা বিরক্তি প্রকাশ করছেন, এমনটাও খুব একটা দেখা যায় না। এর মধ্যেই গতকাল টোকিও অলিম্পিক আয়োজনের সঙ্গে জড়িত একজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে। তবে আক্রান্ত ওই ব্যক্তি অ্যাথলেট নন বলে জানিয়েছে আয়োজকরা। অলিম্পিকে কাজ করতে অন্য দেশ থেকে এসেছিলেন তিনি। পরশু নিয়মিত পরীক্ষায় তার শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়। তবে, আক্রান্ত ব্যক্তির জাতীয়তা উল্লেখ করা হয়নি। গেমসের সঙ্গে সম্পৃক্ত আরো ১৪ জনের শরীরে শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে আছেন গণমাধ্যমের দুজন, ঠিকাদার সাতজন এবং গেমসের কর্মী পাঁচজন।
আগামী ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। তার আগে এভাবে করোনায় আক্রান্তের খবর যে খেলোয়াড়দের চিন্তায় ফেলে দিচ্ছে, স্বীকার করে নিয়েছেন টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাশিমোতো। টোকিওর জনগণের সিংহভাগ অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে। আয়োজক কমিটির এক সদস্য কদিন আগে স্বীকার করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একপ্রকার বাধ্য করেই তাঁদের অলিম্পিক আয়োজন করাচ্ছে।
তারপরও উৎসবের আমেজেই অলিম্পিক আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল টোকিও অলিম্পিক কমিটি। ৮ আগস্ট পর্যন্ত অলিম্পিক ভিলেজকে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অঙ্গীকারও ছিল তাদের। তবে গতকাল ভিলেজ থেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসায় একটু হলেও চিন্তায় ফেলে দিচ্ছে সবাইকে। আক্রান্ত ব্যক্তি টোকিওতে নামার পর করোনা নেগেটিভ প্রমাণিত হয়েই ভিলেজে ঢুকেছিলেন। কিন্তু ভিলেজে থাকার সময় নিয়মিত পরীক্ষায় তার করোনা ধরা পড়েছে। আর তাতেই অলিম্পিক ভিলেজ যে জৈব সুরক্ষাবলয়ের মতো আচরণ করছে না, এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন সবাই।
টোকিও অলিম্পিকের প্রধান হাশিমোতো এ ব্যাপারে কোনো কিছু লুকানোর পক্ষে নন। এ ব্যাপারে হাশিমোতোর স্বীকারোক্তি, ‘যে অ্যাথলেটরা জাপানে আসছেন, তারা সম্ভবত চিন্তায় পড়ে গেছেন। আমি সেটা বুঝতে পারছি। এ কারণেই আমাদের সবকিছু খোলাসা করে বলা উচিত। কোনোভাবেই যেন করোনা ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে সবকিছু করছি আমরা। যদি ব্যর্থ হই, সে ক্ষেত্রে এর প্রতিকারের পরিকল্পনা যেন থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।’
করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল টোকিও অলিম্পিক। এক বছর বিভিন্ন বিধিনিষেধের মধ্যেই ২৩ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক। অথচ আয়োজক শহর টোকিওতে জরুরি অবস্থা চলছে, যা শেষ হবে ২২ আগস্ট! এরই মধ্যে বেশ কিছু অ্যাথলেট টোকিওতে করোনা সংক্রমণ বাড়ায় অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অস্ট্রেলিয়ান বাস্কেটবল খেলোয়াড় লিজ ক্যাম্পবেজ জৈব সুরক্ষাবলয়ে থাকতে হবে, এটা ভেবেই সরে গেছেন। ওদিকে ব্রিটিশ ভারোত্তোলক সারাহ ডেভিস বলেছেন, ‘সত্যি বলতে মনে হচ্ছে জেলখানায় আছি।’
সামগ্রিকভাবে জাপানে করোনাভাইরাস পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় খারাপ না হলেও দেশটিতে এখন পর্যন্ত আট লক্ষের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন পনের হাজার মানুষ। সা¤প্রতিক সময়ে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে আয়োজক শহর টোকিওতে। শহরটিতে গত চার দিন ধরে টানা এক হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। জাপানে মোট জনসংখ্যার মাত্র ২০% টিকার আওতায় এসেছেন। এখন পর্যন্ত গেমসের সঙ্গে সম্পৃক্ত ৪০ জনের বেশি এই রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে রয়েছেন জাপানিজ ও বিদেশি নাগরিকরাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।